প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। ফিফা কাউন্সিলে স্বাগতিক দেশটির নাম ঘোষণা করেছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এছাড়াও, গেলো চার বছরের চক্রে ফুটবলীয় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে রেকর্ড সাত দশমিক ছয় বিলিয়ন ডলার অর্থ আয় করেছে ফিফা। এদিকে, আগামী ২০২৫ ক্লাব বিশ্বকাপে ৩২টি দল অংশগ্রহণ করবে বলেও জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।
কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে মরুর বুকে যে ঝড় উঠেছিলো, তা এখনো চলমান। চোখ ধাঁধানো সব আয়োজনে পুরো ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য। কাতারের পর সে ধারা ধরে রাখার মিশনে নেমেছে সৌদি আরব। ইতোমধ্যেই, পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে রেকর্ড অর্থে দলে ভিড়িয়ে তাক লাগিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ক্লাব আল নাসর। এবার বিশ্ব ফুটবলকে চমকে দিতে ক্লাব বিশ্বকাপের স্বাগতিক হলো মরুর দেশ সৌদি আরব।
এ বছরের শেষ দিকে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে সৌদিতে। এছাড়া ক্লাব বিশ্বকাপের কাঠামোতেও পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে ফিফা কাউন্সিলের বৈঠকে। ৩২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ২০২৫ ক্লাব বিশ্বকাপ। যেখানে, ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ছয়টি দল, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল থেকে মোট ১২টি দল অংশ নেবে। এছাড়াও, ওশেনিয়া ও স্বাগতিক দেশ থেকে একটি করে দল অংশগ্রহণ করবে ক্লাব ফুটবলের এই মহারণে।
এদিকে, ফিফা কাউন্সিলের এবারের সভায় উঠে এসেছে ফিফার রেকর্ড ব্রেকিং আয়ের বিষয়টিও। ২০১৯-২২ মৌসুমে রেকর্ড সাত দশমিক ছয় বিলিয়ন ডলার আয় করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ২০২৩-২০২৬ পর্যন্ত তিন বছরে ১১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি। ফুটবলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নানা ধরনের পদক্ষেপের বিষয়ও উঠে এসেছে কাউন্সিল সভায়।
চলতি বছরের ১২ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সৌদিতে চলবে এবারের ক্লাব বিশ্বকাপ আসর।
0 Comments